শৈলকুপায় লুটে নেয়া পাটবোঝাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৩ জুন ২০২১

ঝিনাইদহের শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের মৃত রজব আলী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০), পাগলা কানাই এলাকার কালু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৮), স্বপন রায়ের ছেলে সুজন রায় (৩৮), কলামনখালী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগর (২৫), হাটগোপালপুর গ্রামের মৃত মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে মনিরুল জোয়ার্দ্দার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুস সালাম (৩০) ও পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের কাউছার প্রামাণিকের ছেলে নাহিদ হাসান (২৮)।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন বলেন, গত বুধবার (৯জুন) রাতে পাবনা থেকে যশোর গামী আকিজ জুট মিলের একটি পাটবোঝাই ট্রাক লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় শুক্রবার (১১ জুন) শৈলকুপা থানায় মামলা দায়ের করে কর্তৃপক্ষ। মামলা দায়েরর পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমন খালী এলাকা থেকে লুণ্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এর সঙ্গে জড়িত সতজনকে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।