বগুড়ায় ৭ ইউনিয়নের প্রবেশপথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৪ জুন ২০২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সাতটি ইউনিয়নের প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

রোববার (১৩ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ ব্যারিকেড স্থাপন করা হয়।

জানা যায়, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ও ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সীমান্তবর্তী সাতটি ইউনিয়নে জরুরি সেবা ব্যতীত মানুষ ও যান চলাচল সীমিত করা হয়েছে। জয়পুরহাট জেলা সংলগ্ন ইউনিয়নগুলো হলো, আটমূল, পিরব, মাঝিহট্ট, কিচক, গাইবান্ধা সীমান্তবর্তী ইউনিয়ন সৈয়দপুর, দেউলী ও ময়দানহাট্টা। এসব ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্র্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সাততি ইউনিয়নের প্রবেশপথে ব্যারিকেড দেয়ার সিদ্ধান্ত উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১২ জুন) থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশদের সহযোগিতায় বাঁশ দিয়ে সীমান্তবর্তী প্রবেশপথে ব্যারিকেড দেয়া হয়েছে। তবে করোনার সংক্রমণ কমলে এ প্রবেশপথ আবার খুলে দেয়া হবে।’

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।