বগুড়ায় ১২ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ জুন ২০২১

বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। রোববার (১৩ জুন) গভীর রাতে উপজেলার বিলহামলা দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচ সেট তাস, ১৬টি সিমকার্ড ও ১১টি মোবাইল এবং নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- শিবগঞ্জের উত্তর বিলহামলা এলাকার যথাক্রমে ফারাজ হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪২), তাজুল ইসলামের ছেলে সুমন ইসলাম (৩১), খালেক প্রামানিকের ছেলে নাজির প্রামানিক (৩৯), মৃত আ. জলিলের ছেলে জুয়েল (৩৫), বিলহামলা এলাকার আজাহার আলীর ছেলে আ. মান্নান (২৪), জামুরহাট বড়াল এলাকার মৃত রবি চন্দ্র ভৌমিকের ছেলে মঙ্গল চন্দ্র ভৌমিক (৩৫), বিলহামলা এলাকার এজাজুল হকের ছেলে সোহেল (২৪), বিলহামলা নয়াপাড়ার বেলাল মিয়ার ছেলে মনজু মিয়া (২৮), বুড়িগঞ্জের পরেশ শাহের ছেলে নয়ন শাহ (৩২), বিলহামলা নয়াপাড়ার বুলু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫), উত্তর বিলহামলা এলাকার মৃত শমসেরের ছেলে শামীম (২৫) এবং বিলহামলা দক্ষিণপাড়ার মৃত আ. সামাদের ছেলে তাজুল ইসলাম (৬০)।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।