ধুনটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৪ জুন ২০২১
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় শাপলা খাতুন (৩২) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাপলা খাতুন উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের কোব্বাদ শেখের স্ত্রী।

সোমবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে শাপলার মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে ভোর ৫টার দিকে স্বামীর ঘরের ভেতর তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিলশীতলা গুচ্ছগ্রামের সোলাইমান হোসেনের মেয়ে শাপলা খাতুনের প্রায় ১৫ বছর আগে দিনমজুর কোব্বাদ শেখের সঙ্গে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম হয়। অভাব অনটনের সংসারে তাদের সব সময় অশান্তি লেগেই থাকতো।

রোববার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে কোব্বাদ অভিমান করে বাড়ির বাইরে যায়। এরপর রাত ৯টার দিকে বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ ঘরের ভেতর দেখে স্বজনদের খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাপলার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের ভাই জাহিদুল ইসলাম জানান, শাপলা খাতুন জটিল রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রোগ যন্ত্রণা সইতে না পেরে তার স্বামীর ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।