ট্রাক্টরচাপায় নীলফামারীতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৫ জুন ২০২১

নীলফামারীর ডোমারে ট্রাক্টরচাপায় রশিদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রশিদা বেগম জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের খেড়কাঠি এলাকার রশিদপুর এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরচালক আতিকুল হককে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ছেলে রায়হান আলীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রশিদা। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান রশিদা। এ সময় আহত হন ছেলে রায়হান।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ওসি বলেন, মোটরসাইকেল থেকে পড়লেও ছেলে রায়হান সুস্থ রয়েছেন।

জাহেদুল ইসলাম/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।