চুয়াডাঙ্গায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৫ জুন ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের দেহে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন পজিটিভ হন। এ হিসেবে শনাক্তের হার ৪৭ দশমিক ১৭ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, আলমডাঙ্গা উপজেলায় চারজন, দামুড়হুদা উপজেলায় ২৫ জন ও জীবননগরে সাত জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, জেলায় পর্যন্ত মোট ১১ হাজার ১৯৯ জনের নমুনা নেয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭৬৯ জনের ফলাফল পাওয়া গেছে। এখানে মোট অক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩ ২৯ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৯ জন ও মৃতের সংখ্যা ৭২।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। এ জন্য সকলকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।