নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ জুন ২০২১

মোবাইলে হামলার হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজীম উদ্দিন।

জিডির বরাত দিয়ে তিনি জানান, সোমবার (১৪ জুন) বিকেল ৪টা ৫৬ মিনিটে চেয়ারম্যানের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি কল করে তাকে নোংরা, অশালীন, অশ্রাব্য ভাষায় গালি এবং মিথ্যা অপবাদ ও হুমকির অভিযোগে নিরাপত্তা চেয়ে জিডির আবেদন করেছেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘মোবাইলে অজ্ঞাত ব্যক্তির হুমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে থানায় নিরাপত্তার জন্য জিডি করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে অনুরোধ জানিয়েছি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘চেয়ারম্যানের বিষয়টি জিডিতে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।