চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার ৫৭ শতাংশ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ।
বুধবার (১৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়াডাঙ্গায় মঙ্গলবার পর্যন্ত মোট ১১ হাজার ৩৬৯ জনের নমুনা নেয়া হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৭৯৭ জনের। নতুন ১৬ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন। মঙ্গলবার কেউ সুস্থ না হলেও মোট এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। মঙ্গলবার রাতে একজনসহ মোট মারা গেছেন ৭৩ জন।
সিভিল সার্জন আরও জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় আশঙ্কাজনক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দামুড়হুদা উপজেলাকে মঙ্গলবার সকাল থেকে ১৪ দিনের জন্য লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউনের বিধিনিষেধ মানতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম