তৃতীয় ধাপে কুমিল্লায় পৌঁছেছে সিনোফার্মের ভ্যাকসিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৬ জুন ২০২১

তৃতীয় ধাপে কুমিল্লায় পৌঁছেছে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ভ্যাকসিন। বুধবার (১৬ জুন) দুপুর ১টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ তৈরি এ ভ্যাকসিন গ্রহণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ জাগো নিউজকে বলেন, ‘বুধবার দুপুরে আমরা ৩৩ হাজার ৬০০ পিস ভ্যাকসিন গ্রহণ করি। আনুষ্ঠানিকতা সেরে ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।’

jagonews24

কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসাইন জাগো নিউজকে বলেন, ‘তৃতীয় ধাপে কুমিল্লার জন্য আমরা ৩৩ হাজার ৬০০ ভ্যাকসিন পেয়েছি। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক), সেন্ট্রাল মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ ও ময়নামতি মেডিকেল কলেজের দুই হাজার ২০০ শিক্ষার্থীকে প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া কেন্দ্রের তালিকা অনুসারে জেলার বিভিন্ন উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও সম্মুখসারির কর্মীদের দেয়া হবে এ ভ্যাকসিন।’

jagonews24

তিনি আরো বলেন, তিনি আরো বলেন, ‘চলতি বছরের ৩১ জানুয়ারি প্রথম ধাপে কুমিল্লায় করোনাভাইরাসের ২ লাখ ৮৮ হাজার এবং দ্বিতীয় ধাপে ১ লক্ষ ৪১ হাজার ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছিল।’

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।