ক্যান্সার থেকে সুস্থ হতে না পেরে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৬ জুন ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় আনছার আলী (৫২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাচোষা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

বুধবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনছার আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এতে বিভিন্ন সময় তার পেটব্যথা থেকে শুরু করে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিত। দীর্ঘসময় ধরে অসুস্থ থাকায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। বুধবার সকালে তিনি বাড়ির পাশে একটি করমচা গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত থাকায় আত্মহত্যার পথ বেছে নেন আনছার আলী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।