বোনের বাড়িতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৮ জুন ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় ফুলবানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলবানু চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, সকালে রেললাইনের উপর দিয়ে পায়ে হেটে উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসছিলেন ফুলবানু। তিনি আনসারবাড়ীয়া রেলস্টেশনের পাশের গ্যাং কোয়াটারের কাছে পৌঁছালে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানা পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।