ফোন করলেই পৌঁছে যাবে জয়পুরহাট পুলিশের অক্সিজেন সিলিন্ডার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ জুন ২০২১

সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট। এ জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায় জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ‘মানবিক অক্সিজেন ব্যাংক’ চালু করেছেন।

পুলিশ সুপার বলেন, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে। প্রাথমিকভাবে ৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, দিনরাত যেকোনো সময়ে ০১৭৩৭৫৯৯৬৬৬-এই নম্বরে ফোন করলেই জেলার যেকোনো জায়গায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

jagonews24

সেবা গ্রহণকারী মোয়াজ্জেম হোসেন বলেন, আমি করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলাম। পুলিশের অক্সিজেন ব্যাংকের নম্বরে ফোন দিলে তারা আমার বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন। অক্সিজেন ব্যবহারের ফলে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। ধন্যবাদ জয়পুরহাট পুলিশ সুপার স্যারকে।

উল্লেখ, জেলায় করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এক হাজার ৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। সবশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

রাশেদুজ্জামান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।