কুষ্টিয়ায় করোনায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৯ জুন ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে শুক্রবার রাতে ছয়জন ও শনিবার সকালে একজন মারা গেছেন। এটিই জেলায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

ডা. তাপস কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩২ শতাংশ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। আমরা আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করেছিলাম।

এদিকে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে কুষ্টিয়া পৌরসভায় সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

জেলায় এখন পর্যন্ত ছয় হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৯৬৯ জন ও মারা গেছেন ১৪৮ জন।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।