চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫১ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৪০ এএম, ২০ জুন ২০২১

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষায় আরও ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের হার ৫১ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৬৮ জনের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, দামুড়হুদা উপজেলায় ২৯ জন, আলমডাঙ্গা উপজেলায় আটজন এবং জীবননগর উপজেলায় আটজন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৭১ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছে ৫১৯ জন। হাসপাতালে ভর্তি আছে ৪৮ জন এবং রেফার আছে চারজন।

এছাড়া ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার (২০ জুন) সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে আগামী সাত দিনের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে সন্ধ্যায় এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। এর প্রতিরোধে সবাই দায়িত্বশীল হওয়া এখন খুবই জরুরি।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘প্রশাসনের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি না মানলে জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।’

সালাউদ্দীন কাজল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।