জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একটি শিশু, দুই নারী এবং ৫ জন পুরুষ।
রোববার (২০ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে বিজিবির হাতে আটকরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুর গ্রামের আজিজুর খাঁন (১৯), হাতিরাবাদ গ্রামের সলেমান শেখ (৩১), ফুলবাড়ি গ্রামের গাউছ শেখ (৩৫), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), তার ছেলে সাব্বির হোসেন শেখ (৮), নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের শাহিন শেখ (১৯), হাড়িভাঙ্গা ছেলে মুন্না (২২) এবং রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া গ্রামের আজিফা খাতুন (২২)।
রোববার রাত সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির সদস্যরা রোববার বিকেলে জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে করিমপুর বাজারে বাবু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই আট বাংলাদেশিকে আটক করে। তারা আটজন বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিল।
আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এসএস