ভোলায় বৃষ্টি উপেক্ষা করে ভোট দিচ্ছেন ভোটাররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:০৪ এএম, ২১ জুন ২০২১

ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভারি বৃষ্টির মধ্যেও ভোটাররা ছাতা নিয়ে ভোটকেন্দ্রে আসছেন।

জানা যায়, জেলার ১২ টি ইউনিয়নের ১৪১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এদের মধ্যে ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর, সাচড়া, তজুমদ্দিনের চাঁদপুর, শম্ভুপুর, চাচড়া, চরফ্যাশনের চর মাদ্রাজ, চর কলমী, হাজারীগঞ্জ, এওয়াজপুর,জাহানপুর ও মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন রয়েছে। তবে এরমধ্যে বোরহানউদ্দিনের গঙ্গাপুর, চরফ্যাশনের পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

jagonews24

ভোলা জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন আল মামুন জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে কেন্দ্রগুলোতে পাঁচস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও কেন্দ্রগুলোতে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।