কালীগঞ্জে ৫ ইউনিয়নে নৌকার জয়, একটিতে স্বতন্ত্র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২১ জুন ২০২১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের পাঁচটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে স্বতন্ত্র প্রাথী বিজয়ী হয়েছেন।

সোমবার (২১ জুন) রাতে বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর ও মোহাম্মদ ওমর ফারুক।

বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন-তুমলিয়া ইউনিয়নে মো. আবুবকর মিয়া বাক্কু, বক্তারপুর ইউনিয়নে মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউনিয়নে গাজী সারোয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন, বাহাদুরসাদী ইউনিয়নে মো. শাহাবুদ্দিন আহমেদ। স্বতন্ত্র মোটরসাইকেলের প্রতীকের বিজয়ী প্রার্থী হলেন মো. খাইরুল আলম।

তবে তুমলিয়া ও মোক্তারপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের মো. আবুবকর মিয়া বাক্কু ও মো. আলমগীর হোসেনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এর আগেই নির্বাচিত করা হয়।

আব্দুর রহমান আরমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।