৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩২ বছর পর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২২ জুন ২০২১

জয়পুরহাটে ৩২ বছর পর শিশু অপহরণ মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিন মণ্ডলকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) সকালে কালাই থানা পুলিশ বগুড়ার শাহজাাহনপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুল মতিন মণ্ডল কালাই উপজেলার ইটাইল গ্রামের মৃত আব্দুল মালেক মণ্ডলের ছেলে।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, শিশু অপহরণ মামলায় ১৯৮৯ সালের জুলাইয়ে জেলা দায়রা ও জজ আদালতের তৎকালীন বিচারক শিশু অপহরণ মামলায় আব্দুল মতিন মণ্ডলকে সাত বছরের কারাদণ্ড দেন। এর পর থেকে মতিন পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।

রাশেদুজ্জামান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।