ঝিনাইদহে ৩ ঘণ্টার ব্যবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২২ জুন ২০২১
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকূপার বাগুটিয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাদের মেয়েও করোনা পজিটিভ।

মৃতরা হলেন-বাগুটিয়া গ্রামের নুর ইসলাম (৬০) ও তার স্ত্রী রাহেলা খাতুন (৫০)।

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টায় মুমূর্ষু অবস্থায় রাহেলা খাতুনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী নুর ইসলামের অবস্থার অবনতি হলে শৈলকূপা থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। করোনা ইউনিটে বেলা ১১টা দিকে তিনিও মারা যান।

শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একে এম সুজায়েত হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাহেলা খাতুন ও তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে বাড়িতে ভুগছিলেন। সকালে রাহেলাকে মৃত অবস্থায় পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে মরদেহের নমুনা টেস্ট করলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তার স্বামী নুর ইসলামও করোনায় মারা গেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।