নোয়াখালীতে একদিনে আক্রান্ত ১১৬, মৃত্যু ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩২ এএম, ২৫ জুন ২০২১

করোনাভাইরাসে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩২ জনে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১৬ জন। ৪৪২ জনের পরীক্ষায় আক্রান্তের হার ২৬ দশমিক ২৪ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ জুন) গভীর রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।

প্রাপ্ত তথ্যমতে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮৫ জন। আক্রান্তের হার ১১ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় ৭৩ জনসহ জেলায় সুস্থ হয়েছেন সাত হাজার ৪১০ জন। সুস্থতার হার ৬৯ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, সূবর্ণচরে চারজন, বেগমগঞ্জে ২৫ জন, সোনাইমুড়িতে চারজন, চাটখিলে ১০ জন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে ১৪ জন ও কবিরহাটে ছয়জন।

এদিকে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ১৪৩ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৪২ জন। আইসোলেশনে আছেন ১৫ জন।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যায় নোয়াখালী সদরে চার হাজার ১০২ জন, সুবর্ণচরে ৪৩২ জন, হাতিয়ায় ১৮২ জন, বেগমগঞ্জে দুই হাজার ১৭০ জন, সোনাইমুড়ীতে ৭০৯ জন, চাটখিলে ৪৯৮জন, সেনবাগে ৫৮৭ জন, কোম্পানীগঞ্জে এক হাজার ৫৬ জন ও কবিরহাটে ৯৪৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, ‘জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা ও ছয় ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ (২৫ জুন-২ জুলাই) বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাসহ একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হয়েছে।’

ইকবাল হোসেন মজনু/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।