কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৫ জুন ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ মো. সামছু উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজারঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামছু উদ্দিন ওই ইউনিয়নের চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থক বলে জানা যায়।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতাকে কেন্দ্র করে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। এ ধরনের খবরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তিনটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজসহ মো. সামছু উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। পরে মামলা দিয়ে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে অস্ত্রসহ সামছু উদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।