নোয়াখালীতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৭ জুন ২০২১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৮ জনে। শনিবার (২৬ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার নমুনা সংগ্রহ কম হওয়ায় শনিবার ৮২ জনের নমুনা পরীক্ষায় তিনজনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৬ জন। আক্রান্তের হার ১১ দশমিক ১৬ শতাংশ।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মারা গেছেন। ওই তিনজন সেনবাগ, সূবর্ণচর ও বেগমগঞ্জের বাসিন্দা ছিলেন।

এদিকে জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) রোগী ভর্তি আছেন ৪৫ জন এবং আইসোলেশনে আছেন ১৯ জন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাত দিন বাড়িয়ে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় নতুন করে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নকে লকডাউনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।