ঝিনাইদহে করোনায় মারা গেলেন আরও চারজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৮ জুন ২০২১
ফাইল ছবি

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৮৮ জন মারা গেলেন। মৃতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে একজন, শৈলকূপায় দুইজন ও মহেশপুরের একজন রয়েছেন।

একই সময়ে ২০৮টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। আর শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ।

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা সংক্রমণ বেড়ে গেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৭ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

এদিকে ঝিনাইদহে লকডাউনের সপ্তম দিন চলছে। জেলা শহরে ঢিলেঢালাভাবে লকডাউন কার্যকর হলেও গ্রামাঞ্চলে এর বালাই নেই। হাট-বাজারগুলোতে মানুষ ভিড় করছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।