সরাইলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:১৩ পিএম, ৩০ জুন ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির ওই ইউনিয়নের সোলাবাড়ি গ্রামের দক্ষিণ পাড়া এলাকার তরিবুল্লার বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য এলাকার মৃত নিল মিয়ার ছেলে আদম ব্যবসায়ী রমজান মিয়ার কাছে পাসপোর্টসহ সাড়ে ৩ লাখ টাকা দেন আব্দুল কাদির। পরে ইরাকের যাওয়ার পর ৯ দিন জেল খেটে দেশে ফেরেন। দেশে ফেরার পর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বিষয়টি নিয়ে এলাকায় সালিশি সভা করেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী রমজানকে ৫০ হাজার টাকা ও পাসপোর্ট ফেরত দিতে বলা হয়। পরে টাকা ফেরত দিলেও পাসপোর্ট ফেরত দেননি রমজান। তা নিয়ে আব্দুল কাদির ও রমজানের মধ্যে বিরোধ তৈরি হয়।

কাদির তার পাসপোর্ট ফেরত পেতে বুধবার মাগরিবের পর স্থানীয় পশ্চিম পাড়ার কর্টাইল্যা হাটির মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান। সরদারের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে এলাকার মসজিদে পাশে রমজান মিয়ার পক্ষের প্রায় ২০-২৫ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কাদির মিয়ার উপর। এতে গুরুতর আহত হলে কাদিরকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, একজন নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।