পটলক্ষেতে ৪৪ কেজি ওজনের ‘গাঁজার গাছ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০১ জুলাই ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড়ে পটলক্ষেতে গোপনে গাঁজা চাষ করছিলেন মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো । কিন্তু শেষ রক্ষা হলো না।

বৃহস্পতিবার ( ১ জুলাই) দুপুরে ওই পটলক্ষেতে অভিযান চালিয়ে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছ জব্দ ও আরঞ্জন খালকোকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামের শাকলু খালকোর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শাহেদ আল মামুন জানান, পটলক্ষেতের মালিক মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো মাঠে এক বিঘা জমিতে পটলের পাশাপাশি গাঁজা চাষ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটলক্ষেতে থাকা ৪৪ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

রাশেদুজ্জামান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।