ফরিদপুরে আক্রান্ত-উপসর্গে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০১ জুলাই ২০২১

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৭০ জন।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭০ নমুনা পরীক্ষা করে ১৭০ জন পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৪৫.৯৫ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন করোনা পজিটিভ এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৪৪ জন।

এন কে বি নয়ন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।