বিধিনিষেধে পিকআপ ভর্তি আলুর বস্তায় ফেনসিডিল যাচ্ছিল ঢাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৩ জুলাই ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে আলু বহনকারী পিকআপ থেকে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৩ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সরোয়ারদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন থেকে বিদেশে আলু রফতানির নামে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলুর বেশ কয়েকটি বস্তা তল্লাশি করে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পিকআপসহ মাদক ব্যবসায়ী শাকিল হোসেন ও সুজন প্রামাণিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

রাশেদুজ্জামান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।