হরিণ শিকারের ফাঁদসহ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৫ জুলাই ২০২১

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি ও কাটাখালী সংলগ্ন এলাকা থেকে সাজ্জাদ ব্যাপারী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করছে বনবিভাগ।

সোমবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন বোতল বিষ, তিন বস্তা হরিণ শিকারের ফাঁদ এবং কিছু মাছ উদ্ধার করা হয়।

চাদপাই রেঞ্জের বনবিভাগের প্রতিনিধি মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যমারি ও কাটাখালী সংলগ্ন বনে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ বাহিনী পালিয়ে যায়। এ সময় সাজ্জাদ তার সহযোগী পান্নার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করা হয়। তার কাছে তিন বোতল বিষ, তিন বস্তুা হরিণ শিকারের ফাঁদ এবং কিচু মাছ উদ্ধার করা হয়।’

পরবর্তীতে তার নামে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয় বলেও জানান তিনি।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।