নওগাঁয় নদীতে পানি বাড়ছে, বন্যা আতঙ্কে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৫ জুলাই ২০২১

উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টিতে নওগাঁর নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাপ্রবণ এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে প্রতিদিনই নদীগুলোতে যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে করে জেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন নওগাঁ সদর, রানীনগর, আত্রাই, মান্দা ও বদলগাছীর হাজার হাজার মানুষ। রানীনগর উপজেলার বরগাছা গ্রামের কৃষক বাদল হোসেন বলেন, ‘গতবছর বন্যায় সাত বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়। ফসল ঘরে উঠাতে পারিনি। এমনকি বাড়ির ভেতর পানি ঢুকে পড়েছিল। সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছিল।’

একই উপজেলার তিলাবদুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম বলেন, ‘গতবছর বন্যাত হামার ঘর ও ছয় বিঘা জমির ধান পানিত ডুবা গেছিল। এতে করা হামার কয়েক লাখ টেকার ক্ষতি হয়। আবার যদি বন্যা চলা আসে কী যে হবে ভাববার পারছি না।’

flood

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন, আগামী কয়েক দিন বৃষ্টি হতে থাকলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বৃষ্টির উজান থেকে নেমে আসা ঢলে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। জেলার যেসব উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে তা পরিদর্শন করা হচ্ছে। এগুলো ঠিক করে দেয়ার চেষ্টা চলছে।

নওগাঁ জেলা ত্রাণ ও পুর্ণবাসন কামরুল আহসান বলেন, আমরা ইতোমধ্যে বন্যার পূর্ব প্রস্ততি গ্রহণ করেছি। পূর্ব প্রস্তুতি হিসেবে মন্ত্রণালয় থেকে কয়েক দিনের মধ্যেই কিছু সহায়তা আসবে।

আব্বাস আলী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।