ফুটফুটে ছেলেসন্তানের মা হলো ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৬ জুলাই ২০২১

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটফুটে এক ছেলেসন্তান জন্ম দিয়েছে ধর্ষণে অন্তঃসত্ত্বা এক কিশোরী। রোববার (৪ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মা হয় ওই কিশোরী।

ধর্ষণের ঘটনায় গত ২০ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে রবিউল ইসলাম (২২) নামের একজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তবে মামলার আড়াই মাসেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি উপজেলার একরামুল হকের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, অন্তঃসত্ত্বা হওয়ার ৯ মাস অতিবাহিত হলে শনিবার (৩ জুলাই) থানা পুলিশের কাছে যায় কিশোরীর পরিবার। পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন মামলাটির তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রোববার রাতে সেখানেই ওই কিশোরী একটি ছেলেসন্তানের মা হয়। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছে।

কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কষ্ট করে দুবেলা দুমুঠো খাবারের জন্য মাটি কাটার কাজ করে সংসার চালাই। দরিদ্র হলেও আমারতো সম্মান আছে। আমি মানুষকে মুখ দেখাতে পারি না। এখন এই সন্তানের ভবিষ্যত কী হবে? আমি বাড়ির বাইরে কাজ করার সুযোগে যে আমার মেয়ের এমন সর্বনাশ করেছে তার ফাঁসি চাই।’

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রবিউল হোসেন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।