মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৬ জুলাই ২০২১

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে আশরাফুজ্জামান নুর বাবু (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নবাবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বাবু গুয়ালিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।সে পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) ও নিহতের চাচাতো ভাই সাহাব উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাবু রাতে গুয়ালিয়া গ্রামের বাড়ির পাশে জমিতে মাছ ধরতে যায়। এসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সে বাড়িতে এসে শরীর ভালো লাগছে না বলে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে সাপের কামড়ের বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুর উল্লাহ কায়সার/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।