নওগাঁয় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৬ জুলাই ২০২১

করোনা রোধে সারাদেশের ন্যায় নওগাঁয়ও চলছে কঠোর বিধিনিষেধ। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক (ডিসি) হারুন অর রশীদ।

মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে শহরের কাঁচাবাজার, মাছ বাজার ও চাল বাজার এবং মাংসের বাজার মনিটরিং করেন তিনি। দোকানিদের বাজার দরের মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এছাড়া বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রয় করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করে দেয়া হয়।

বাজার মনিটরিংয়ের বিষয়ে জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, ‘করোনা সংক্রমণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করা ও মাস্ক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিধিনিষেধে কেউ যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি না নিতে পারে সেদিকেও নজরদারি থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

আব্বাস আলী/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।