কুমিল্লায় অসহায়-দরিদ্রদের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৬ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। এসময় কর্মহীন লোকেরা মানবিক জীবনযাপন করছেন। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে কুমিল্লার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাব্বির হাসান উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উপহার প্যাকেটের মধ্যে ছিল ১৫ কেজি চাল, তিন কেজি ডাল, তিন কেজি আলু, তিন কেজি চিনি, এক কেজি লবণ ও এক লিটার ভোজ্যতেল।

comilla2

খাদ্যসামগ্রী ছাড়াও বিভিন্ন সড়কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করছে সেনাবাহিনী।

খাদ্যসামগ্রী বিতরণকালে লে. কর্নেল সাব্বির হাসান বলেন, করোনাভাইরাস মহামারির আগ্রাসন রোধকল্পে সরকারের দেয়া কঠোর বিধিনিষের শুরু থেকে সেনাবাহিনী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায়, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এ সহায়তা অব্যাহত থাকবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।