কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পেল ১৫০ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৮ জুলাই ২০২১

কিশোরগঞ্জে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার দরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বিউটি পার্লার, সেলুন, মিশুকচালক ও গৃহকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

jagonews24

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, ৩ কেজি আলু ও এক কেজি লবণ।

এসময় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলাল ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।