প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপি নেতার নামে ডিজিটাল আইনে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৮ জুলাই ২০২১

ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে রফিকুল ইসলাম জামাল নামের বিএনপির এক নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষণ্ন করার লক্ষ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন। যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।