কুমিল্লায় করোনায় আরও ৬ জনের মৃত্যু
কুমিল্লায় লাগামহীনভাবে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ৪২৮ জন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১০০৭ পরীক্ষা করে ৪২৮ জন পজিটিভ হয়েছেন।
নিহতদের মধ্যে তিতারে তিনজন, চৌদ্দগ্রামে একজন, দেবিদ্বারের একজন এবং লাকসাম উপজেলার একজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশংকাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় সকলকে আরও সচেতন হতে হবে। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে তিনি জানান।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস