অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত শুকোরনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৯ জুলাই ২০২১

ঝিনাইদহ সদরের পাগলা কানাই ইউনিয়নে কোরাপাড়ার বাসিন্দা শুকোরন নেছা ৩ বছর যাবত জরায়ু নাড়িতে ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরেজমিনে দেখা যায়, শুকোরন নেছা ঝুপড়ি বেড়া টিনের ঘরে থাকেন। মানবেতর জীবন যাপন করছে।

শুকোরন নেছার স্বামী মো. আব্দুস সাত্তার, তিনি ঝিনাইদহ জেলা হকার্স শ্রমিক লীগের সভাপতি ও পাগলা কানাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পেশায় হকারি করে ফল বিক্রি করেন।

তিনি জানান, প্রায় ৩০ বছর যাবত বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত। তার স্ত্রী শুকোরন নেছা বিগত ৩ বছর যাবত ক্যান্সারে আক্রান্ত। প্রথমদিকে বহু ধার-দেনা করে তার স্ত্রীকে ঢাকায় হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা চালিয়ে গেছেন বেশ কয়েকটি কেমো দেয়াও হয়েছে। কিন্তু কেমো থেরাপির শেষ পর্যায়ে টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারেননি।

শুকোরন নেছার পরিবারে দুই ছেলে একজন রাজমিস্ত্রি অন্যজন চটপটির দোকানে কাজ করে দিন আনে দিন খাওয়া অবস্থা। একটি মেয়েকে বিয়ে দিলেও তার অসুস্থতার জন্য মেয়ে তার বাড়িতে থেকে সেবা যত্ন করে। শুকোরন নেছা খুব বেশি অসুস্থ হয়ে পড়লে এ মাসের প্রথম সপ্তাহে ঝিনাইদহ সদর হাসপতালে ভর্তি হলে ডাক্তাররা তাকে পুনরায় মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন।

কিন্তু অভাবের সংসারে শুকোরন নেছার নিয়মিত ওষুধ কিনে খাওয়ানোর ক্ষমতায় নেই আব্দুস সাত্তারের, সেখানে আবার স্ত্রীর ঢাকায় চিকিৎসা বা কেমো দেয়ার ব্যবস্থা করবেন কিভাবে।

শুকোরন নেছা জানান, জরায়ু নাড়িতে কান্সার প্রাথমিক পর্যায় থেকে তিনি চিকিৎসা করেন কিন্তু অভাবের তাড়নায় পরবর্তীতে তা চালিয়ে নেয়া সম্ভব হয়নি। প্রথমে কিছুটা সুস্থ ছিলেন এখন আবার পেটে প্রচন্ড ব্যথা যন্ত্রণাসহ শারীরিকভাবে নানা সমস্যায় ভুগছেন তিনি।

ঝিনাইদহ ট্রাক টার্মিনাল শ্রমীক লীগের সভাপতি মো. আব্দুল গফুর জানান, আব্দুস সাত্তার দীর্ঘ বহুবছর আমাদের আওয়ামী রাজনীতি করেন, শ্রমীকদের বিপদে আপদে এগিয়ে যায়, কিন্তু দারিদ্র্যতা আর আর্থিক কষ্টে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারছেনা। আমরা প্রথমে কিছু টাকা যোগার করে সহযোগিতা করেছিলাম কিন্তু তাতে পুরোপুরি চিকিৎসা করানো যায়নি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. শাহীদুর রহমান (সন্টু) জানান, আব্দুস সাত্তার তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি প্রকৃতই সহযোগিতা পাওয়ার যোগ্য।

মো. আব্দুস সাত্তার তার স্ত্রীর জরুরিভাবে চিকিৎসার জন্য সরকার, আওয়ামী লীগের নেতাসহ দেশের সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। শুকরোন নেছার চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠানো যাবে, শুকোরন নেছা, হিসাব নং- ২৪০৭৫০১০৩৫২১৫, সোনালী ব্যাংক লিঃ, ঝিনাইদহ শাখা।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।