খুলনায় করোনায় মারা গেলেন সাংবাদিক মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৯ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত রাত ২টায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

স্বজনরা জানান, তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনার রিপোর্ট পাওয়া যায়।

এরপর দিবাগত গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে মোস্তফা কামালকে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরে যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও জাতীয় দৈনিকে কাজ করেছেন।

সাংবাদিক মোস্তফা কামালের বাড়ি নগরীর খালিশপুরের আলমনগর এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলমগীর হান্নান/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।