অসুস্থ মেয়েকে দেখা হলো না পুলকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১০ জুলাই ২০২১

ছোটমেয়ের অসুস্থতার খবর শুনে কর্মস্থল ঢাকা থেকে ফেনী আসার পথে সড়ক দুর্ঘটনায় সাইফুল কবির পুলক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত সাইফুল কবির পুলক ফেনী সদর উপজেলার শর্শদি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান কবিরের ছোট সন্তান।

দুই সন্তানের মধ্যে পুলক ছোট। তার মা, স্ত্রী ও ছোট দুইকন্যাসন্তান রয়েছে। তিনি ঢাকায় পারটেক্স গ্রুপে চাকরি করতেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফেনীতে আসার জন্য শনিবার সকালে স্কুটিতে রওনা দেন পুলক। সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তার মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলকের ফুফাতো ভাই ফেনীর কাজীরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, ছোট মেয়ের অসুস্থতার খবর শুনে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা দিয়েছিল পুলক। অথচ রাস্তায়ই তার মৃত্যু হলো। মেয়েকে আর দেখে যেতে পারল না।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।