বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১১ জুলাই ২০২১
ফাইল ছবি

বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৩ জন।

করোনায় মৃতরা হলেন- বগুড়া সদরের মোজাম্মেল হক (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহিউদ্দীন (৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ হোসেন (৪৫) এবং নাটোর জেলার মিনা খানম (৫৫)।

রোববার (১১ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে সদরের ১০১ জন, শেরপুরের ২২ জন, সারিয়াকান্দির ১১ জন, নন্দীগ্রামের ১০ জন, সোনাতলার আটজন, গাবতলীর আটজন, শাজাহানপুরের ছয়জন, ধুনটে পাঁচজন, দুপচাঁচিয়ার চারজন, শিবগঞ্জের চারজন এবং কাহালুতে চারজন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৮৫ জন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।