কিশোরগঞ্জে রাস্তার পাশে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১১ জুলাই ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে নিখোঁজের একদিন পর মহরম আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুলাই) সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চুকাইতলা এলাকায় একটি নির্মাণাধীন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মো. ফতেহ আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরের খাবারের পর বাড়ি থেকে বের হন মহরম আলী। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। রোববার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কটিয়াদী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।