মাটিরাঙায় কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১২ জুলাই ২০২১

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চলমান লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের নিম্নআয়ের মানুষ। এ পরিস্থিতিতে কর্মহীন মানুষের খাদ্য সংস্থানে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

মানবিক সহায়তার ধারাবাহিকতায় সোমবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গার দুর্গম গাজিনগর, কাজীপাড়া, হাতিয়াপাড়া, নতুনপাড়া, ওয়াছু, আদর্শগ্রাম, পরাশপুর এলাকায় দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।

মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবণ ও সাবানসহ খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান, জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাতসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

মানবিক সহায়তা গ্রহণ শেষে ওয়াছু এলাকার নমিতা ত্রিপুরা বলেন, ঘরে যখন খাবার নেই তখন সেনাবাহিনী খাদ্য সহায়তা দিয়েছে।

প্রতিবন্ধী নুরুল আলম বলেন, করোনায় আমরা যখন খেয়ে না খেয়ে দিন পার করছি সেনাবাহিনী তখন আমাদের পাশে দাঁড়িয়েছে।

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কর্মহীন নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে সেনাবাহিনী নিজেদের বরাদ্দ বাঁচিয়ে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালিদের পাশে দাঁড়িয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।