শাজাহানপুরে ৩ ব্যবসায়ীর জরিমানা, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৩ জুলাই ২০২১

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তারে কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দুবলাগাড়ী হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ আব্দুর রাজ্জাক (৫৫), শহিদুল ইসলাম (৪৯) এবং শামীম আহমেদ (৩৫) নামে তিনজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ১৭ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য অফিসার আয়েশা খাতুন ও পুলিশ সদস্যরা তাকে সহযোগিতা করেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।