৩ লাখ টাকার পলিথিনসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৪ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে গ্রেফতার করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ সময় একটি ক্যাভার্ডভ্যানও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার পর থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, পৌর এলাকার বাগানপাড়ার মৃত মতলুর রহমানের ছেলে ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু (৩৫) ও যশোরের শার্শার বেনাপোল থানার ভবারবেড গ্রামের রাজ্জাক সরদারের ছেলে ক্যাভার্ডভ্যান চালক আনোয়ার হোসেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফেরিঘাট রোডের একটি গুদামে পণ্য আনলোড করার সময় সেখানে হাজির হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ক্যাভার্ড ভ্যনসহ (ঢাকা মেট্টো-ট-১৫-২৭১২) তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু ও ক্যাভার্ড ভ্যানচালক আনোয়ার হোসেনকে।

পরে জব্দকৃত পলিথিনসহ তাদের থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।