বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৪ জুলাই ২০২১
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।

বুধবার (১৪ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুরে জোসনা বেগম (৫৮) এবং সদরের হোসনেয়ারা বেগম (৪৫), দুপচাঁচিয়ার আজম খান (৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০), এবং জয়পুরহাটের মজিদা বিবি (৬৫)।

এদের মধ্যে মজিদা বিবি টিএমএসএস হাসপাতাল এবং অন্য চারজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন মারা গেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫৩টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। এদের মধ্যে সদরের ১১৪ জন, শেরপুরের ১৪ জন, গাবতলীর ১২ জন, শিবগঞ্জের ১১ জন, ধুনটের আটজন, শাজাহানপুরের আটজন, নন্দীগ্রামের ছয়জন, আদমদীঘির পাঁচজন, দুপচাঁচিয়ার পাঁচজন, সারিয়াকান্দির পাঁচজন, কাহালুর দুজন এবং সোনাতলার একজন রযেছেন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪২ জন।

তিনি আরও জানান, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০১জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১৩টি নমুনায় চারজনের এবং এন্টিজেন পরীক্ষায় ২১০টি নমুনায় ৬৬ জনের করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮টি নমুনায় ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।