চাচার মৃত্যুর খবর শুনে যাচ্ছিলেন বাড়ি, পথে নিজেই হলেন লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৪ জুলাই ২০২১
ফাইল ছবি

ঝিনাইদহ ডাকবাংলা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. পারভেজ (২৪) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে ডাকবাংলা রোডের মধুহাটি ইউনিয়নের শ্যামনগর ইটভাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মেহেরপুর জেলার আমদহ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ সদস্য পারভেজ খুলনা মেট্রো পুলিশে কর্মরত ছিলেন। বুধবার তার চাচার মৃত্যু সংবাদ শুনে রাতে খুলনা থেকে মোটরসাইকেল করে বাড়িতে যাচ্ছিলেন। পথে রাত ১১টার দিকে কালীগঞ্জ টু ডাকবাংলো রোডের মধুহাটি ইউনিয়নের শ্যামনগর ইটভাটা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন পুলিশ সদস্য পারভেজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।