ঝিনাইদহে করোনা-উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
সিভিল সার্জন আরও জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ২৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
আক্রান্তের হার ৩৩ দশমিক ৯৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি বলেও জানান তিনি।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম