সিরাজগঞ্জের সব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৮ জুলাই ২০২১

উত্তরবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক।

শনিবার (১৭ জুলাই) গভীর রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত এ মহাসড়কে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।

jagonews24

রোববার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা মোড় পাঁচলিয়া ও হাটিকুমরুল গোল চত্বর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতুতে যান চলাচলে ধীরগতি হওয়ায় মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ সেটা তাৎক্ষণিক নিরসনের চেষ্টা চালাচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।