বিক্রি নেই, হতাশায় কামাররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৯ জুলাই ২০২১

টানা লকডাউন ও সরকারি বিধিনিষেধে ভালো নেই চাঁপাইনবাবগঞ্জের কামাররা। কোরবানির ঈদ সামনে রেখে দা, ছুরি, বঁটি ও চাপাতিসহ বিভিন্ন উপকরণ তৈরি করে রাখলেও ক্রেতা নেই। ফলে হতাশায় এ পেশার লোকজন।

সোমবার (১৯ জুলাই) দুপুরে শহরের বড় ইন্দারা মোড় এলাকার কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আর মাত্র একদিন বাকি। এর পরও বেচা-বিক্রি নেই। গত পাঁচদিন কোরবানিতে ব্যবহারের বিভিন্ন উপকরণ নিয়ে বসে থাকলেও ক্রেতাদের উপস্থিতি নেই।

শান্তি মোড় এলাকার নিতাই কামার বলেন, ‘দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। প্রতি বছর কোরবানির ঈদে কামারশালা থেকে দা, ছুরি, বঁটি ও চাপাতি তৈরি করে নিয়ে সিটি শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন ব্যবসায়ীরা। এবার ওই সব ব্যবসায়ী তো দূরের কথা সাধারণ ক্রেতাও চোখে পড়ছে না।’

শিমুলতলা এলাকায় দা-বঁটি বিক্রি করতে আসা ইমন কর্মকার বলেন, ‘বিক্রি অনেক কম। দাম আগের মতোই। দা ৪০০ টাকা, হাঁসুয়া ২৫০ টাকা, চাকু ২৫০-৩০০ টাকায় করে বিক্রি করা হচ্ছে।’

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।