মামলা দায়েরের ২৪ ঘণ্টায় চার্জশিট দিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১৯ জুলাই ২০২১

নোয়াখালীর হাতিয়ায় একটি চুরির মামলা দায়েরের পর একদিনেই চোরাইমাল উদ্ধার, আসামি গ্রেফতার ও চার্জশিট দিয়েছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই) আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

তিনি বলেন, ‘হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুল্ল্যাখালী গ্রামের মো. আলতাফ হোসেনের মোবাইল দোকানের তালা ভেঙে ১৪টি মোবাইল চুরি করে নিয়ে যায়।

রোববার (১৮ জুলাই) দুপুরে অভিযোগ পেয়ে বিকেল সোয়া ৫টায় ওই গ্রামের জাফর উল্যাহর ছেলে মোহাম্মদ হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪টি চোরাই মোবাইল ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়। তদন্ত শেষে সোমবার (১৯ জুলাই) দুপুরে মামলার আসামিসহ চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ‘দ্রুত সময়ে মামলা পরিচালনায় সক্ষম পুলিশ। ময়নাতদন্তের দরকার হলে রিপোর্ট পেতে সময় লাগে। হাতিয়ায় চুরির ঘটনায় মালামালসহ আসামি গ্রেফতারের পর একদিনেই চার্জশিট দাখিল করা হল।’

ইকবাল হোসেন মজনু/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।